33Civil Technology

বিভাগ : Civil

শিরনাম : সিভিল টেকনোলজি

বাংলায় বলা হয় পূরকৌশল বিভাগ। নগর সভ্যতার উত্তরেণে এ টেকনোলজির গুরুত্ব সর্বাগ্রে। সিভিল টেকনোলজিতে ছাত্রদের হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য রয়েছে ম্যাশন সপ, উড সপ, সার্ভেইং সপ, ফিটিং সপ, সয়েল ল্যাব, অটোক্যাড ল্যাব। এসব ল্যাব/সপে ফিল্ড সার্ভে, অটোক্যাড ডিজাইন ও মাল্টিমিডিয়া ক্লাস রুমের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। এর ফলশ্রুতিতে রংপুর পলিটেকনিক এর সিভিল টেকনোলজির ছাত্র-ছাত্রীরা কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ প্রতিষ্ঠানে সিভিল বিভাগের আসন সংখ্যা ৬০+৬০=১২০ টি। দুই শিফটে ২৪০ জন শিক্ষার্থী পড়ার সুযোগ পায়।